মুখোমুখি অবস্থায় পিস্তল ঠেকিয়ে যুবকের প্রাণহানি।

খুলনা সদর থানা। ছবি: সংগৃহীত

খুলনায় ইমরান মুন্সী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এঘটনা ঘটে।

খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত ইমরান মুন্সী মাদারীপুর জেলা মুন্সিবাড়ীর বাবুল মুন্সীর ছেলে। তিনি বর্তমানে নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া থাকতেন। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া ইট-বালুর ব্যবসা করতেন তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করেন এবং তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খুলনা সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ‘নিহত ইমরান মুন্সী সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছেন। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যান। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।’

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ১ নম্বর কাস্টম ঘাটে কয়েকজন যুবক ধাওয়া করে ইমরান মুন্সীর মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।’

ওসি জানান, নিহত ইমরান মুন্সীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Scroll to Top