ভোট শেষ, সন্ধ্যা ছয়টার পরই মিলবে ফলাফল


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে নাটকীয়তা শুরু হয়েছে আরও আগে থেকেই। বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের মতো ঘটনা ঘটেছে নির্বাচন ঘিরে। অবশেষে আজ সোমবার সকালে শুরু হয় ভোগগ্রহণ। ইতিমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে জানা যায়। সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে বিসিবি পরিচালক পদে ভোটগ্রহণ। তিনটি ক্যাটাগরিতে পরিচালক হবেন ২৩ জন। বাকি দুজন পরিচালক সরাসরি মনোনয়ন পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। ফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়।

পরিচালকদের ভোটে এ দিনই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হয়ে যাবে। সেই ফল ঘোষণা করা হবে রাত ৯টায়। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মোট ২১ জন প্রার্থী। এমনকি নির্বাচনের আগে রাত ২টার পর নাম প্রত্যাহারের ঘোষণা দেন ক্লাব ক্যাটেগরির প্রার্থীদের একজন মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞা।

নির্বাচনে মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। নির্বাচনী মাঠ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাই নির্বাচন ঘিরে তেমন উত্তাপ নেই।

আজ ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ২ পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।

সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে হওয়া ৩ নম্বর ক্যাটাগরিতে নির্বাচন ঘিরে কিছুটা আকর্ষণ আছে। এখানে লড়ছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ (পাইলট) ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল।

Leave a Reply

Scroll to Top