
ভেনেজুয়েলা উপকূলে রণতরীর পর এবার যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, তাদের উপকূলের কাছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান দেখতে পাওয়া গেছে।
বিমানগুলি ভেনেজুয়েলার আকাশসীমার মধ্যে ঢুকে পড়েছিল বলে অভিযোগ। ভেনেজুয়েলা জানিয়েছে, বিষয়টিকে তারা সহজভাবে নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের এই কাজকে তারা হুমকি হিসেবেই দেখছে বলে জানিয়েছে সরকার।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত পাঁচটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান তাদের সীমান্তসংলগ্ন আকাশে শনাক্ত হয়েছে। তিনি এ ঘটনাকে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি আখ্যা দিয়ে বলেন, আমরা তাদের নজরে রেখেছি। ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না।
গত মাসে ভেনেজুয়েলার উপকূলবর্তী অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০টি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন পাঠিয়েছেন। ক্যারিবিয়ান অঞ্চলে মাদকচক্র বন্ধ করতে এই পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু ভেনেজুয়েলার অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করছে।