ভিসির নিশ্চয়তা: রাজনীতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগে শুধুমাত্র মেধা ও যোগ্যতাই বিবেচিত হবে। রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব এখানে কাজ করবে না।

আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পরীক্ষা, ভাইভা ও একাডেমিক ফলাফলের সমন্বয়ে সর্বোচ্চ মেধাসম্পন্ন প্রার্থীকে নির্বাচিত করা হবে। এখানে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি।’

তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম নিয়োগ বোর্ড এবং প্রথম ফ্রেশ নিয়োগ।’

এছাড়া তিনি দৃঢ়ভাবে জানান, রাজনৈতিক বিবেচনায় কাউকেই নিয়োগ দেওয়া হবে না।

ফ্যাসিস্ট প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপাচার্য বলেন, ‘বোর্ড মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। এখানে এক্সপার্ট, সিন্ডিকেট সদস্য ও উপাচার্য রয়েছেন। তাই বোর্ডের চেয়ারম্যানের ব্যক্তিগত মানসিকতা কোনো প্রভাব ফেলবে না। আমরা বিষয়টি নিয়ে সজাগ আছি।’

উল্লেখ্য, ইউজিসির অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৩ আগস্ট ৬টি বিভাগে প্রভাষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিভাগগুলো হলো ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

Leave a Reply

Scroll to Top