

বিনোদনজগতে গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত আরাফাত মহসীন নিধি। সুরকার, সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী ও গীতিকার হিসেবে তাঁর খ্যাতি আছে। তবে সংগীতশিল্পীর আড়ালে আরও একটি স্বপ্ন বয়ে বেড়াতেন তিনি—নির্মাতা হওয়ার।ক্যামেরার পেছনের জগৎ তাঁকে সব সময় টানত। সেই টানেই দীর্ঘ বিরতির পর আবারও ফিরলেন ফিকশন নির্মাণে। আর সেই প্রত্যাবর্তন ঘটেছে চরকির নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’–এর মধ্য দিয়ে।
বুধবার রাতেই চরকির পর্দায় দেখা গেল নিধির বানানো এই ফ্ল্যাশ ফিকশন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তাঁর স্ত্রী, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার রাবা খান। এর মধ্য দিয়ে তিনিও প্রথমবার পূর্ণাঙ্গভাবে চিত্রনাট্যকার হিসেবে হাজির হলেন।
ট্রেলার চমক
গত মঙ্গলবার ৯ সেপ্টেম্বর রাতেই চমকে দিল চরকি। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করল ‘খুব কাছেরই কেউ’–এর ট্রেইলার। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘কালকে উনাদের বিয়ে! আপনারা সবাই আমন্ত্রিত।’ এই অপ্রত্যাশিত ঘোষণা ঘিরেই তৈরি হয় দর্শকদের আগ্রহ। পরদিন ১০ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১১ সেপ্টেম্বর) মুক্তি পায় পূর্ণাঙ্গ কনটেন্টটি।
গল্পের ধারা ও নির্মাণশৈলী দেখে বোঝা যায়, নিধি তাঁর দ্বিতীয় ফিকশন নির্মাণে পরিণত ভাবনা নিয়ে ফিরেছেন। অন্যদিকে রাবা খানের লেখা কাহিনি এতে নতুন মাত্রা যোগ করেছে। শুধু একটি রোমান্টিক গল্প নয়; বরং তরুণ প্রজন্মের বাস্তবতা, তাদের সম্পর্কের জটিলতা ও সৌন্দর্যের প্রতিফলন খুঁজে পাওয়া যাবে ‘খুব কাছেরই কেউ’–এ।

দর্শকের প্রত্যাশা
চরকি ইতিমধ্যেই তরুণদের পছন্দের কনটেন্ট প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকভাবে নতুন কনটেন্ট মুক্তির পরিকল্পনা তাদের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রথম সপ্তাহের ‘ইনসাফ’ যেমন সাড়া ফেলেছে, তেমনি দ্বিতীয় সপ্তাহের ‘খুব কাছেরই কেউ’ও আলোচনায় থাকার মতোই একটি কাজ। কেননা, নিধির দীর্ঘদিন পর ফিকশনে ফেরা আর রাবার চিত্রনাট্যে অভিষেক—এ দুটি ঘটনাই কনটেন্টপ্রেমীদের কাছে ‘খুব কাছেরই কেউ’কে বিশেষ করে তুলেছে। সম্পর্ক, আবেগ আর জীবনের ছোট ছোট মুহূর্তের গল্পে দর্শকেরা খুঁজে পাবেন নিজেদের প্রতিচ্ছবি।
সংগীতে সিনেমার স্বপ্নজীবী নিধি
১৬ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন আরাফাত মহসীন, সবাই তাঁকে নিধি নামে চেনে। বিজ্ঞাপনচিত্র দিয়ে শুরু হলেও এখন চলচ্চিত্রের আবহ সংগীতেই বেশি আলোচনায় আরাফাত মহসীন নিধি। ‘আইসক্রিম’ (২০১৬) দিয়ে সিনেমায় অভিষেক, এরপর করেছেন ‘ইতি তোমারই ঢাকা’র ‘চিয়ার্স’। তবে সবচেয়ে আলোচিত হয়েছেন সাম্প্রতিক দুটি কাজ—‘তুফান’ ও ‘বরবাদ’। ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ এখনো চলছে দেশ–বিদেশের প্রেক্ষাগৃহে, প্রশংসা পাচ্ছে এর আবহ সংগীতও।
ছোটবেলা থেকেই সিনেমাপ্রেমী নিধি। টিভি বা ভিসিডিতে সিনেমা দেখা ছিল অভ্যাস, প্রেক্ষাগৃহে প্রথম দেখা ছবি হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’। এর পর থেকে দেশ–বিদেশের হলে সিনেমা দেখা তাঁর নেশায় পরিণত হয়। তাঁর ভাষায়, ‘“তুফান” আর “বরবাদ” আমাকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। কারণ, এই ছবিগুলোতে লার্জার দ্যান লাইফ মিউজিক দরকার ছিল।’

শিল্পনির্দেশক নানা আবদুস সবুর ও সংগীতে যুক্ত পরিবারের পরিবেশে বেড়ে ওঠা নিধি অনুপ্রাণিত হয়েছেন হ্যান্স জিমার, এ আর রাহমান, আলাউদ্দীন আলী ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো শিল্পীদের কাছ থেকে। তাঁর স্বপ্ন, শুধু নিজের নয়, দেশের সিনেমা–সংগীতশিল্পকেও বড় করে তোলা।
২০২৫ সালের এপ্রিলে ঢাকায় বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খানকে। চার বছরের প্রেমের পর তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুজন একসঙ্গে কাজও করেছেন—২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গান লিখেছেন ও সুর করেছেন নিধি–রাবা দুজনেই।
স্ত্রী রাবা খানও আলোচিত মুখ। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব–৩০ এশিয়া-প্যাসিফিক তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’–এর ব্যঙ্গাত্মক ভিডিও দিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পান।