
পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াই করে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে অনুষ্ঠিত রোমাঞ্চকর চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে ইনজুরিতে ভোগা শিরোপাধারীরা দারুণ এক মূল্যবান অ্যাওয়ে জয় তুলে নেয়।
যদিও শুরুটা ভালো করে বার্সেলোনা। ১৯তম মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত পাসে ফাঁকায় সুযোগ পান ফেরান তরেস। দারুণ দক্ষতায় অফসাইড ফাঁকি দিয়ে পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়েরকে পরাস্ত করেন তিনি।
তবে অধিনায়ক মারকিনিয়োসসহ উসমান দেম্বেলে, খভিচা কভারাতস্কেলিয়া ও দেজির দুয়ের মতো প্রথম একাদশের তারকা আক্রমণভাগ ছাড়াই পিএসজি দমে যায়নি। বরং দৃঢ়ভাবে ম্যাচে ফেরে তারা।
৩৮তম মিনিটে দারুণ এক মুহূর্ত উপহার দেন নুনো মেন্দেস। বাম দিক দিয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ দৌড়ে তিনি বল বাড়িয়ে দেন ১৯ বছর বয়সী সেনি মায়ুলুকে। নিখুঁত শটে গোল করে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড।
৮৩তম মিনিটে বদলি হিসেবে নামা লি কাং-ইন বক্সের বাইরে থেকে শট নিয়ে পোস্টে বল পাঠালেও ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ৯০তম মিনিটে। দ্রুত এক পাল্টা আক্রমণে হাকিমির ক্রস থেকে বদলি গনসালো রামোস গোল করেন কাছ থেকে, এনে দেন পিএসজির দারুণ জয়।