বরিশালে তরুণী ধর্ষণ-হত্যা মামলায় ১২ বছর পর রায়, দুজনের ফাঁসি

মৃত্যুদণ্ড

বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোখলেচুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের ইসরাফিল আকনের ছেলে কবির আকন (৩২) ও একই গ্রামের মোসলেম ব্যাপারীর ছেলে আ. জব্বার ব্যাপারী (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে মামার বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন ওই তরুণী (ঘটনার সময় বয়স ছিল ১৮)। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন সকালে পূর্ব কোড়ালিয়া গ্রামের শিলনিয়া খালে একটি গাছের গুঁড়ির সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ পার্শ্ববর্তী খালে ভাসতে দেখা যায়।

ঘটনার পর ৩০ জুলাই নিহত তরুণীর মামা হিজলা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩১ জানুয়ারি বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

Scroll to Top