প্রবীর মিত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে নতুন উদ্যোগ।

প্রবীর মিত্র

চলতি বছরের ৫ জানুয়ারি না-ফেরার দেশে চলে গেছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অনেক কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। তার সম্পর্কে যেন নতুন প্রজন্ম জানতে পারে, সেজন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামের এ ওয়েবসাইটে তার জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয় উল্লেখ রয়েছে। আছে অদেখা অনেক স্থিরচিত্র।

সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র।

তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে ওয়েবসাইট।’

১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।

চার দশকের বেশি সময় ধরে তিনি কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় ছবিতে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ প্রভৃতি।

Leave a Reply

Scroll to Top