প্রবাসীদের ভোটার তালিকায় আনতে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান তারেক রহমানের।

তারেক রহমান। সংগৃহীত ছবি

প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।গতকাল রবিবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তিনি এই নির্দেশ দেন।

এর আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান নেতাকর্মীরা। এ সময় তারেক রহমান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে লাউড স্পিকারে তারেক রহমানের কথা মনোযোগ দিয়ে শোনেন অন্য নেতাকর্মীরা।

এ সময় দলটির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তারেক রহমান ফোনালাপে নেতাকর্মীদের বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করে ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই সে বসে থাকবে না।’

প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।’এ সময় নেতাকর্মীরা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Scroll to Top