

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমার টানে এতদিন কলকাতায় ছিলেন তিনি। সঙ্গে এবারও দুর্গাপূজার সূচনা করেছেন কলকাতায়। পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ঢাকায় ফিরেছেন তিনি।
এদিকে, কলকাতায় পূজার আনন্দ চুটিয়ে উপভোগ করেছেন। ঢাকার বিমানে ওঠার আগে সেই অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে জয়া আহসান বলেন, ‘দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা- সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।’
কলকাতার দুর্গাপূজার আনন্দ উপভোগ করার পাশাপাশি বাংলাদেশের পূজার আনন্দেও যুক্ত হতে চান জয়া। আর এ কারণে তার ঢাকায় ফেরা। জয়ার ভাষ্য, ‘সেখানে যোগ দিতেই তড়িঘড়ি কলকাতা থেকে দেশে ফিরে যাওয়া। না হলে তো এ বছরের মতো বাড়ির পূজা দেখা হবে না।’
দুই দেশের পূজার মধ্যে ঠিক কতটা তফাত জানতে চাইলে জয়া আহসান বলেন, ‘হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।’
বেশি দিনের জন্য ঢাকায় ফেরেননি জয়া আহসান। দিন-দুয়েক পরই আবার কলকাতায় ফিরবেন। বিজয়ার কোলাকুলি, মিষ্টিমুখ করেই জয়া ফের কলকাতায় ফিরবেন বলে জানিয়েছেন।