পান্থ কানাইয়ের নতুন গান মহামারির স্মৃতিকে ঘিরে

গানে ব্যবহৃত কাভার ছবি।

কোভিড মহামারির নিঃসঙ্গ দিনগুলো, যখন সময় যেন থেমে ছিল-সেই স্মৃতিকে ফিরে দেখলেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। প্রকাশ করলেন নতুন গান ‘সেই এক সময় ছিল’, যার কথায় আছে অপেক্ষা, বিচ্ছিন্নতা আর জীবনের স্থিরতার বেদনাময় অনুভব।

গানটির কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন পিলু খান। প্রকাশ পেয়েছে ‘আজব রেকর্ডস’-এর ইউটিউব চ্যানেলে, পাশাপাশি স্পটিফাই, আইটিউনস, ডিজার ও স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে গানটি।

গানটি নিয়ে পান্থ কানাই বলেন, ‘বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই কিংবদন্তি শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান-দুজনই আমার পরম শ্রদ্ধাভাজন। তাদের সঙ্গে কাজ করা আমার জন্য দারুণ এক প্রাপ্তি। গানটি আমার আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা।’

গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর ভাষায়,‘এই গানে আমি করোনাকালীন সময়ের মানুষ ও জীবনের গল্প বলতে চেয়েছি।’ আর সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের লেখায় আমি অসংখ্য সুর করেছি, তবে এই গানটি বিশেষ। পান্থ কানাই দারুণ গেয়েছে- শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’

 গানটির অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছেন মীর হিশাম এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

Leave a Reply

Scroll to Top