টি-টোয়েন্টিতে অসাধারণ সেঞ্চুরি করলেন সাদমান।

টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট খেললেও এখনো টি-টোয়েন্টি, এমনকি ওয়ানডেতেও খেলা হয়নি সাদমান ইসলামের। তাইতো তাকে টেস্টের জন্য বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই দেখা হয়। এমনকি সর্বশেষ পাঁচ বিপিএলে দলই পাননি। তবে সাদমান যে টি-টোয়েন্টিতেও দারুণ ব্যাটিং করতে পারেন, সেটি-ই দেখিয়ে দিলেন আজ।

ঢাকা মহানগরের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৫৯ বলে সেঞ্চুরি করেছেন সাদমান। চলতি এনসিএলে যেটি প্রথম। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি সাদমানের প্রথম সেঞ্চুরি। এর আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৫৪ রানের।

সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান। ৬১ বলে ১০১ রান করে ইফতিখার হোসেনের বলে শেখ অন্তরের হাতে ক্যাচ দিয়েছেন। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১১টি চার। সাদমানের সেঞ্চুরির ওপর ভর করেই বরিশালের বিপক্ষে ঢাকা মহানগর আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করেছে।

আজকের আগে সাদমান ঘরোয়া প্রথম শ্রেণির ৯৪টি, লিস্ট ‘এ’ ৯১টি ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০ ওভারের ক্রিকেটে আজকের আগে একটিমাত্র ফিফটিই ছিল সাদমানের সম্বল। তবে প্রথম শ্রেনির ক্রিকেটে ১৪টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩টি সেঞ্চুরি আছে সাদমানের।

প্রসঙ্গত, এনসিএল টি–টোয়েন্টির দুই আসর মিলিয়ে এটি তৃতীয় সেঞ্চুরি। আগের দুটি এনামুল হকের ১০১ (খুলনার হয়ে ঢাকার বিপক্ষে) ও জিশান আলমের ১০০ (সিলেটের হয়ে ঢাকার বিপক্ষে)। চলতি বছরে এর আগের সর্বোচ্চ স্কোর হাবিবুর রহমানের। খুলনার বিপক্ষে ৯৪ রান করেছিলেন রাজশাহীর এই ব্যাটার।

Leave a Reply

Scroll to Top