

আবারও ফিলিস্তিনের পক্ষে জোরাল আওয়াজ তুলল স্পেন।জাতিসংঘের সাধারণ দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘এই সম্মেলন একটি মাইলফলক। তবে এখানেই শেষ নয়, কেবল যাত্রার শুরু। ফিলিস্তিনকে অবশ্যই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে হবে।’
পেদ্রো সানচেজ বলেন, ‘জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। অন্যান্য সদস্য রাষ্ট্রের মতোই তাদের সঙ্গে আচরণ করতে হবে। ’
চলতি বছর মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন। সেসময় তাদের সঙ্গে যোগ দিয়েছিল নরওয়ে ও আয়ারল্যান্ড।
সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ইউরোপের বেশ কয়েকটি দেশ। গতকাল সোমবার নিউইয়র্কে একযোগে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এর আগের দিন স্বীকৃতি দিয়েছিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল।
এখন জাতিসংঘের প্রায় ৮০ শতাংশ সদস্য রাষ্ট্রই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।