জঙ্গি নাটকের বিচার কার্যকর করতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ: শিক্ষা উপদেষ্টা।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

জঙ্গি নাটকের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার দুপুরে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। মানুষের পোশাকের কারণে, তারা নাগরিক মর্যাদা নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে চলাচল করবেন- সেটি করতে পারেননি। আমরা জানি এখানে কীভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এদের (যারা জঙ্গি নাটক সাজিয়েছেন) বিচার করার জন্য সরকার বদ্ধপরিকর।’

শাপলা গণহত্যাকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজে বলতে পারি- শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল সরকার সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেইসাথে যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন, তাদের বিরাট একটা অংশ নীরব ছিলেন। নীরব থাকার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা বৈধতা দিয়েছিলেন। ইতিহাসকে মুছে ফেলার পরিকল্পনা ছিল। সত্যকে ধামাচাপা দেওয়া যায় না।’

সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Scroll to Top