
কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নবাগত কাইরাত আলমাটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সপ্তাহান্তে হারের হতাশা ঝেড়ে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করল স্প্যানিশ জায়ান্টরা।
শনিবার শহরের প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল রিয়াল। আর এমবাপ্পে সেই সুযোগেই জ্বলে ওঠেন, চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা দাঁড়াল পাঁচে।
আন্ডারডগ কাইরাত শুরুর দিকে কিছুটা সাহসী খেললেও ধীরে ধীরে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২৫ মিনিটে কাইরাতের ডিফেন্সিভ ভুলে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো বল পেয়ে যান বক্সে, যেখানে তাকে ফাউল করেন মাত্র ১৮ বছর বয়সী গোলরক্ষক শেরহান কালমুরজা। পাওয়া পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। তবে ৫২ মিনিটে গোলকিপার থিবো কুর্তোয়ার লম্বা কিক থেকে বল পেয়ে এমবাপে দারুণ গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে এগিয়ে যান এবং এগিয়ে আসা কালমুরজাকে চিপ করে গোল করেন।
৬৯ মিনিটে কাইরাত ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। দানি সেবায়োসকে ভ্যালেরি গ্রোমিকোর উপর ফাউলের দায়ে পেনাল্টি দেওয়া হলেও ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত পাল্টে যায়।
৭৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। বদলি হিসেবে নামা রদ্রিগোর দারুণ দৌড় ও পাস থেকে এমবাপে বক্সের বাইরে থেকে ভয়ংকর এক শট নেন, যা সোজা জড়িয়ে যায় জালের উপরের কোণে।
এরপরও থামেনি রিয়াল। ৮৩ মিনিটে রদ্রিগোর ক্রস থেকে হেড করে গোল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। আর যোগ করা সময়ে কাছ থেকে বল ঠেলে ম্যাচের ফলাফল ৫-০ করেন ব্রাহিম দিয়াজ।
এই জয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ, আর অভিষেক মৌসুমে এখনও প্রথম চ্যাম্পিয়নস লিগ পয়েন্টের অপেক্ষায় রইল কাইরাত আলমাটি।