ওয়ানডে স্কোয়াডে সাইফ নতুন, সোহানের কামব্যাক আফগানিস্তান সিরিজে।


আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। এছাড়া প্রায় দুই বছর পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান।

সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকা সাইফ টি-টোয়েন্টি দলে নেদারল্যান্ডস সিরিজে ফেরেন এবং এশিয়া কাপে শ্রীলংকা ও ভারতের বিপক্ষে সুপার ফোরে যথাক্রমে ৬১ ও ৬৯ রানের ইনিংস খেলে নজর কাড়েন।

অন্যদিকে নুরুল আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান। দুজনই ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে নিয়মিত ভালো পারফরমার।

তবে ইনজুরির কারণে এবারও দলে নেই লিটন দাস। এশিয়া কাপে পাওয়া সাইড স্ট্রেইনের কারণে তিনি চলমান টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা পারভেজ হোসেন ইমনকেও বাদ দিয়েছে নির্বাচকরা।

ভিসা জটিলতায় পড়েছেন কয়েকজন খেলোয়াড়ও। দলে থাকলেও এখনো ঢাকায় আছেন মোহাম্মদ নাঈম, কারণ এখনো তার আমিরাতের ভিসা মেলেনি। চলমান টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সৌম্য সরকারও ভিসা সমস্যায় শারজাতে পৌঁছাতে পারেননি। তবে তিনি ওয়ানডে দলে নেই। এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও নাহিদ রানা শুক্রবার আমিরাতের উদ্দেশে রওনা হবেন বাকি দলের সঙ্গে যোগ দিতে।

আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর হবে ওয়ানডে সিরিজ।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকার আলি, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

Leave a Reply

Scroll to Top