আমি কোনো কাজেই সক্ষম নই

তমা মির্জা

‘বলো না তুমি আমার’র মধ্যদিয়ে ২০১০ সালে সিনেমায় পথচলা শুরু করেন তমা মির্জা। এরপর থেকেই নিয়মিত আছেন বড়পর্দায়। সহশিল্পী হিসেবে পেয়েছেন ঢাকাই সিনেমার প্রথম সারির বহু নায়ককে। শুধু সিনেমাতেই নয়, কাজ করছেন বিজ্ঞাপন ও ওটিটি প্লাটফর্মেও। ২০১৫ সালে মুক্তি পাওয়া শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমা অভিনয় করে তমা মির্জা শ্রেষ্ঠ-পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

প্রায় ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা এখনও ধরে রেখেছেন তমা মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন। আর নিজেকে এখনও শিক্ষানবিশ বলে মনে করেন এই চিত্রনায়িকা।

অভিনয় নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।’

গানের প্রতিও ভালোবাসা প্রকাশ করে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। যখনই ফ্রি টাইম পাই, কাজ নেই, তখনই হয় আমি মুভি দেখি না হলে গান শুনি।’

গানের শ্রোতা হিসেবে সরস হলেও গানের গলা নিয়ে সন্তুষ্ট নন তমা। তার ভাষ্য, ‘রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালিও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।’

তমা মির্জা আরও বলেন, ‘আমার মনে হয় এটা একদমই গড গিফটেড। কারণ এই যে যেমন ওদের গান শুনছি, কি অসাধারণ সুর। আমাকে আল্লাহ ওই জিনিসটা দেন নাই। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছেন, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।’

Leave a Reply

Scroll to Top