

জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন। অনেকদিন ধরেই দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছাপ্রকাশ করে আসছিলেন ভারতী সিং। এবার লক্ষ্মীপুজোর দিন সুখবর ভাগ করে নিলেন তিনি সকলের সঙ্গে। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা। ভারতী জানিয়েছেন যে বর্তমানে তিনি ২.৫ মাসের প্রেগন্যান্ট। আর নিজেই এতদিন বুঝতে পারেননি সেই কথা। কারণ তার ওজনের কারণেই বুঝে উঠতে পারেননি।
ভারতী সিং বলেন, ‘আমি যখন গর্ভবতী হই, তখন আড়াই মাস বুঝতে পারিনি। মোটা মানুষ তো। আমি শুটিং করছিলাম, দৌড়াচ্ছিলাম, নাচছিলাম। হঠাৎ মনে হল একবার দেখে নেওয়া যাক। যখন আমি চেক করলাম, আমি টেস্ট কিটটি নামিয়ে রেখেছিলাম এবং বাইরে এসেছিলাম কারণ কোনও প্রত্যাশা ছিল না। তারপর ফিরে এসে দেখলাম কিটের উপরে দুটো লাইন আছে। আমি হর্ষকে তক্ষণি সেই খবরটা দেই। সুতরাং এটি আমাদের জন্য একটি বিস্ময় ছিল। আমরা মনে করি সন্তান নেয়ার এটাই সঠিক সময়।’
বর্তমানে সুইৎজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ভারতী ও তার পরিবার। আর সেখানকার মনোরম পরিবেশের মাঝেই বেবিবাম্পে সামনে এলেন তিনি। নিজের ও হর্ষের ছবি শেয়ার করে কমেডি কুইন লিখলেন, ‘আমরা আবার গর্ভবতী️’।
ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা এবং বন্ধু এই দম্পতিকে অভিনন্দন জানাতে পোস্টে মন্তব্য করেছেন। অভিনেত্রী পরিণীতি চোপড়া, এশা গুপ্তা, ধৃস্তি ধামি, জান্নাত জুবায়ের, অভিষেক মালহান এবং অঞ্জলি আনন্দ এই পোস্টে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, কয়েক বছর ধরে ডেট করার পর ২০১৭ সালের ৩ ডিসেম্বর ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া বিয়ে করেন।