আবারও বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস

পোলভল্টে আবারও বিশ্ব রেকর্ড গড়েছেন ডুপ্লান্টিস। আজ টোকিওতেএ: এফপি

আর কত উঁচুতে উঠবেন আরমান্ড ‘মন্ডো’ ডুপ্লান্টিস? আকাশ স্পর্শ করলে কি থামবে তাঁর উচ্চতাকে জয়ের অভিযাত্রা!

টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আজ আবারও দেখা গেল সেই পরিচিত দৃশ্য। ডুপ্লান্টিসের হাতে পোল, সামনে ৬.৩০ মিটার উচ্চতার নতুন চ্যালেঞ্জ এবং যথারীতি সেটাও জয় করে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। অন্য কারও রেকর্ড নয়, গত মাসে হাঙ্গেরির বুদাপেস্ট মিটে নিজেই গড়েছিলেন ৬.২৯ মিটার উচ্চতা টপকে যাওয়ার বিশ্ব রেকর্ড। সেটাকে অতীত বানিয়ে আকাশ জয়ের অভিযাত্রায় সুইডিশ কিংবদন্তি আরেকটু এগোলেন টোকিওতে।

Scroll to Top