

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাঁদের মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ মামলার ২৫ কার্যদিবসে মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী। সবমিলিয়ে মোট ২৮ কার্যদিবসে এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম শেষ হয়। বিচারের শেষ ধাপ এবার যুক্তিতর্কের পালা। তারপরেই রায় ঘোষণা করা হবে।